আলমডাঙ্গার পৃথক স্থানে মোবাইল কোর্ট পরিচালনা
নিউজ ডেস্ক:আলমডাঙ্গায় স মিলে মোবাইল কোর্ট পরিচালনা করে এক মিল ব্যবসায়ীকে জরিমানা ও এক মাদক ব্যবসায়ীকে কারাদ- প্রদান করা হয়েছে। জানা যায়, গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কমলাপুর পিটিআই মোড়ে রফিকুলের স মিলে অভিযান চালান মোবাইল কোর্ট। এ সময় লাইসেন্স না থাকায় মিলের মালিককে তিন হাজার টাকা জরিমানা করা হয়। একই দিন ওই গ্রামে অভিযান চালিয়ে মাদক ব্যবসা করার অপরাধে মৃত রবিউল হকের ছেলে মিজানুরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়। এ দুটি মোবাইল কোর্ট পরিচালনা করেন আলমডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সীমা শারমিন।
অপর দিকে, চুয়াডাঙ্গা জেলা মাদক নিয়ন্ত্রণ টাস্কফোর্স কমিটি আলমডাঙ্গায় অভিযান চালিয়ে চান্দু মিয়া নামের এক হোমিও চিকিৎসককে ছয় মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করেছেন। এ সময় ওই হোমিওপ্যাথির দোকানে চার কার্টুন স্পিরিট পাওয়া যায়। ওই দোকান থেকে এ স্পিরিট ক্রয় করে মাদক সেবনকারীরা নেশা করে থাকেন বলে প্রমাণিত হওয়ায় মোবাইল কোর্ট বসিয়ে ওই হোমিও চিকিৎসককে ছয় মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়। গতকাল বিকেল চারটার দিকে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।