চালককে অচেতন করে ইজিবাইক ছিনতাই

0
18

নিউজ ডেস্ক:

ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা পুলিশ ফাঁড়ির সদস্যরা নিখোঁজ ইজিবাইকচালক সুজনকে অচেতন অবস্থায় উদ্ধার করেছেন। গত রোববার মধ্যরাতে রাস্তার পাশে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশকে খবর দেন। খবর পেয়ে ডাকবাংলা পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মোখলেসুর রহমান তাঁকে উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যান। জানা যায়, রোববার দুপুরে পুলিশ পরিচয় দিয়ে সুজনকে ডাকবাংলা বাজারে ডেনে নেয় একটি চক্র। ইজিবাইক নিয়ে বিভিন্ন স্থানে ঘুরে বেড়ানোর পর রাতে আবারো চক্রটি ডাকবাংলা বাজারে আসে এবং একটি বাড়িতে সুজনকে খাবারের সঙ্গে অচেতন করার ওষুধ খাওয়ায়। ছিনতাইকারীদের দেওয়া খাবার খেয়ে সুজন অজ্ঞান হয়ে পড়েন। এই সুযোগে তারা সুজনের নতুন ইজিবাইকটি নিয়ে চম্পট দেয়। সুজন বংকিরা গ্রামের মরহুম আজগার আলী বিশ্বাসের ছোট ছেলে। সোমবার সকালে খবর পেয়ে সুজনের বড় ভাই শাহীন ও তাঁর চাচা বঞ্চিত সংগঠনের চেয়ারম্যান আনোয়ার পাশা বিদ্যুৎ সুজনকে ডাকবাংলা পুলিশ ক্যাম্প থেকে নিয়ে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে দেন। এ সময় সাধুহাটী ইউনিয়নরে চেয়ারম্যান কাজী নাজির উদ্দীন ও স্থানীয় সাংবাদিক গিয়াস উদ্দীন সেতু উপস্থিত ছিলেন। সুজনের শারীরিক অবস্থা ভালো হলে মামলা করা হবে বলে পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে। এদিকে, অক্ষত অবস্থায় সুজন ফিরে আসায় তাঁর পরিবার-পরিজন মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করেছেন।