নিউজ ডেস্ক:আলমডাঙ্গা উপজেলার তিওরবিলা থেকে সন্ত্রাসী সাঈদ মালিতা ওরফে টাইগার সাঈদকে (৪০) আটক করেছে র্যাব-৬। গতকাল বুধবার ভোররাতে তাঁকে আটক করা হয়। আটক সাঈদ মালিতা ওই গ্রামের আলাউদ্দিন মালিতার ছেলে। ঝিনাইদহ র্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার মাসুদ আলাম বুধবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোয়েন্দা তথ্যের ওপর নির্ভর করে এদিন ভোরে তিওরবিলা গ্রামের সাঈদের বাড়িতে অভিযান চালায় র্যাবের একটি বিশেষ দল।
এ সময় তাঁকে আটক হয়। পরে তাঁর দেহ ও বাড়ি তল্লাশি করে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড তাজা গুলি, একটি চাপাতি, দুটি মোবাইল সেট ও দুটি সিম কার্ড উদ্ধার করা হয়। র্যাব দাবি করেছে আটক সাঈদ মালিতা অস্ত্রধারী সন্ত্রাসী। এলাকায় চাঁদাবাজী, অপহরণ, হত্যা, গুম এবং বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে তিনি জড়িত। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। শুধুমাত্র আলমডাঙ্গা থানায় তাঁর বিরুদ্ধে চারটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। একাধিক মামলার আসামি হয়ে তিনি দীর্ঘদিন যাবৎ পলাতক থাকা অবস্থায় র্যাবের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাঁকে আটক করা হয়।