নিউজ ডেস্ক:
সীমান্তে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার লক্ষে গতকাল রবিবার চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার চরধরমপুর সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বেলা পৌনে ১১টার সময় চরধরমপুর সীমান্তের শূণ্য রেখায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশের পক্ষে ১৩ সদস্যের নেতৃত্ব দেন চাঁপাইনবাবগঞ্জ ৫৬ ব্যাটায়িলনের অধিনায়ক লে. কর্ণেল হাসান মোরশেদ এবং ভারতের ১৩ সদস্যের নেতৃত্ব দেন মালদা ৮২ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডেন্ট শ্রী রাজেস কুমার। বৈঠকটি বেলা দেড়টার সময় শেষ হয়। বৈঠকে নারী ও শিশু পাচার রোধ, মাদকদ্রব্য ও অস্ত্র পাচার রোধ, সীমান্তে যৌথ টহল ও শান্তিপূর্ণ সহাবস্থানসহ দিপাক্ষিক ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ৫৬ব্যাটায়িলনের অধিনায়ক লে. কর্ণেল হাসান মোরশেদ।