নিউজ ডেস্ক:
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ নাসির ওরফে মামুন নামে এক যুবক নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে, মামুন খুন-ধর্ষণসহ ১৮টি মামলার আসামি।
আজ শনিবার ভোর রাতে দুধকুমড়া এলাকায় পুলিশের সঙ্গে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।
আনোয়ারা থানার ওসি মো. দুলাল মাহমুদ বলেন, ভোর রাতে পুলিশ দুধকুমড়া এলাকায় অভিযান চালাতে গেলে সন্ত্রাসীরা হামলা চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালালে দুপক্ষের মধ্যে ‘বন্দুকযুদ্ধ’ হয়। পরে ঘটনাস্থলে নাসির ওরফে মামুনের লাশ পাওয়া যায়। সেখান থেকে দেশে তৈরি দুইটি বন্দুক (এলজি) ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলে জানান ওসি।
এ ছাড়া বন্দুকযুদ্ধে আনোয়ারা থানার একজন এএসআই ও একজন কনস্টেবল আহত হয়েছেন বলে দাবি করেছেন ওসি।