সব শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আশ্রয়কেন্দ্র হিসেবে ঘোষণা : স্বরাষ্ট্রমন্ত্রীর চুয়াডাঙ্গা সফর বাতিল
নিউজ ডেস্ক: ঘূর্ণিঝড় ‘ফণী’র আঘাত হানার আশঙ্কায় চুয়াডাঙ্গায় সতর্কতা জারি করা হয়েছে। সম্ভাব্য ক্ষতি মোকাবিলায় এরই মধ্যে সবধরনের প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। জেলার সব সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারির ছুটি বাতিলসহ সব স্কুল-কলেজগুলোকে আশ্রয়কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২ মে) সকাল ১১টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক (ডিসি) গোপাল চন্দ্র দাসের সভাপতিত্বে জরুরি সভায় এ সতর্কতা জারিসহ এসব পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয়। তিনি বলেন, এখন থেকেই সবধরনের সতর্কতা অবলম্বন করতে হবে। হাসপাতাল, ফায়ার সার্ভিস ও পুলিশ প্রশাসন সতর্ক থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। জেলার চারটি উপজেলার সব স্কুল-কলেজকে শেল্টারহোম ঘোষণা করা হয়েছে। এছাড়াও গ্রামাঞ্চলে অবস্থিত এনজিও ভবনগুলোও আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার হবে। উদ্ধার কাজের জন্য পর্যাপ্ত পরিমাণ গাড়ীও প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া ও শুকনা খাবার, মুড়ি, মুড়কি, চিড়া মজুদ রাখার জন্য স্বস্ব কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন জেলে প্রশাসক। এদিকে, দুর্যোগের কবলে পড়লে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, নিজ এলাকার চেয়ারম্যান, মেম্বরসহ উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে সাথে জানাতে বলা হয়েছে। সভায়, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, ফায়ার সার্ভিস, ওজোপাডিকো, জেলার চার উপজেলার নির্বাহী কর্মকর্তা, পৌর মেয়র, এনজিও প্রতিনিধিসহ সরকারি অফিসের সকল কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অপরদিকে, ৪ মে চুয়াডাঙ্গা সফর বাতিল করেছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ বৃহস্পতিবার চুয়াডাঙ্গা-৬ বিজিবির মিডিয়া সেন্টার থেকে এ তথ্য জানানো হয়।