নিউজ ডেস্ক:
দামুড়হুদায় গ্যাস সিলিন্ডার বোঝায় আলমসাধু উল্টে আলমসাধু চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত আলমসাধু চালক দামুড়হুদা বাজার পাড়ার আব্দুল কাদেরের ছেলে আবিদ (১৭)। গত শনিবার সাড়ে সাতটার দিকে চুয়াডাঙ্গা আলুকদিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা উদ্ধার করে তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রোগীর অবস্থা অশঙ্কাজনক হলে কর্ত্যবরত চিকিৎসক তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রের্ফাড করেন। রাজশাহীতে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রোববার সাড়ে ১১টার দিকে তাঁর মৃত্যু হয়।
জানা যায়, দামুড়হুদা বাজার পাড়ার আব্দুল কাদেরের ছেলে আবিদ তাঁর আলমসাধুযোগে গ্যাস সিলিন্ডার বোঝাই করে নিয়ে কলাবাড়ি হয়ে চুয়াডাঙ্গার উদ্দেশ্য রওনা হয়। পথের মধ্যে আলুকদিয়া গ্রামে এসে তাঁর আলমসাধু নষ্ট হয়ে যায়। পরে তাঁর গ্রামের আবুল কালামের ছেলে বিল্বভকে আরেকটি আলমসাধু নিয়ে যেতে বলে আবিদ। বিল্বভ আকেরটি আলমসাধু নিয়ে আবিদের আলমসাধুর সঙ্গে বেঁধে নিয়ে আসার সময় আবিদের আলমসাধু উল্টে যায়।
এতে আবিদ মারাত্মক জঘম হলে আলুকদিয়া গ্রামের মেম্বার শফিউদ্দীন অ্যাম্বুলেন্স খবর দিয়ে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠান। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁর অবস্থা আশঙ্কজনক হওয়ায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রের্ফাড করেন। রাজশাহীতে চিকিৎসাধীন অবস্থায় রোববার সাড়ে ১১টার দিকে তাঁর মৃত্যু হয়। পরে রাত ১০টার দিকে তার নিজ গ্রামে জানাজা শেষে এলাকার কবরস্থানে তার দাফনকার্য সম্পন্ন করা হয়।