নিউজ ডেস্ক:
গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে বামপন্থি দলগুলোর ডাকা অর্ধদিবস হরতালের সমর্থন জানিয়েছেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বেলা ১২টা ঠাকুরগাঁও সদর উপজেলার কৃষ্টপুর ইক্ষু খামার জেলা ইজতেমা ময়দানে শরীক হয়ে সাংবাদিকদের কাছে তিনি এ সমর্থনের কথা জানান।
এসময় তিনি বলেন, আজকে দেশের মানুষ ভাল নেই, একের পর এক চাপিয়ে দেয়া হচ্ছে। আর্থিক অবস্থার প্রতিকুল হয়ে যাচ্ছে। এমনিতেই জীবন যাত্রার ব্যয় অনেক বেড়ে গেছে। সেইভাবে আয় নেই। সরকারি সিন্ধান্তের কারণে মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পরেছে।
ফখরুল ইসলাম আরও বলেন, ইতোমধ্যে গ্যাসের দাম বাড়িয়ে দেয়া হয়েছে। এতে করে সমগ্র বাংলাদেশের অর্থনীতির উপড় চাপ পরবে। স্বাভাবিকভাবে মানুষের সামগ্রীক জীবনযাত্রার ব্যয় আরও বেড়ে যাবে। ইতোমধ্যে বামপন্থি দলগুলো অর্ধদিবস হরতাল ডেকেছে, আমরা মনে করি হরতালটিতে সকলের অংশগ্রহণ করা উচিত। আমরাও দলের পক্ষ থেকে এ হরতালকে সমর্থন জানাচ্ছি।