নিউজ ডেস্ক: বায়েজীদ গাইবান্ধা থেকেঃ-গোবিন্দগঞ্জে মা-মেয়ে কে ধর্ষন মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করেছে। এই মামলার দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুর দেড়টার দিকে গাইবান্ধা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক আবদুর রহমান এ রায় দেন।
রাষ্টপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) ফারুক আহমেদ প্রিন্স বিষয়টি নিশ্চিত করেছেন।
এরআগে অভিযোগ ওঠে গুপ্তধন দেওয়ার প্রলোভন দেখিয়ে জামালপুর থেকে মা-মেয়েকে ডেকে নিয়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জের কাটাখালী নদীর তীরে বালুচরে ফেলে জামালপুরের দুই নারী(মা-মেয়ে) কে ধর্ষণ করে গোবিন্দগঞ্জের কথিত জ্বীনের বাদশা নামক প্রতারক চক্রের কতিপয় কিছু সদস্য।
সে ঘটনার পরিপ্রেক্ষিতে ২০১৮ সালের ১৩ই মে গোবিন্দগঞ্জ থানায় মামলা করেন ঐ ভুক্তভোগী।সেই মামলার দীর্ঘ ৪ বছরের বিচার প্রক্রিয়া শেষে রায় হলো আজ।