গৃহবধূকে হত্যার অভিযোগে শ্বশুর-শাশুড়ি গ্রেপ্তার

0
11

নিউজ ডেস্ক:ঝিনাইদহের হরিণাকু-ু উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের চর আড়–য়াকান্দি গ্রামের গৃহবধূ সোনালী খাতুনকে বিষপান প্রয়োগ করে হত্যার অভিযোগে শ্বশুর-শাশুড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। নিহত সোনালী চর আড়–য়াকান্দি গ্রামের মহিউদ্দীনের ছেলে বিপুলের স্ত্রী এবং সোহাগপুর গ্রামের খাকচার আলীর মেয়ে। নিহত সোনালীর পিতা খাকচার আলী বাদি হয়ে জামাই বিপুল, শাশুড়ি সুফিয়া খাতুন ও শ্বশুর মহিউদ্দিনকে আসামি করে হরিণাকু-ু থানায় মামলা দায়ের করেন।
এ বিষয়ে হরিণাকু-ু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, মামলা দায়েরের পর নিহত ওই গৃহবধূর শশুর ও শাশুড়িকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত আছে।