চুয়াডাঙ্গা জেলা ওলামা পরিষদের সঙ্গে মতবিনিময়কালে ডিসি নজরুল ইসলাম
নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা জেলা ওলামা পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন সমস্যা, সুবিধা, অসুবিধা ও নিজেদের কার্যক্রম তুলে ধরে বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশন চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের উপপরিচালক এ বি এম রবিউল ইসলাম, জেলা ওলামা পরিষদের সভাপতি মুফতি জুনাইদ আল হাবিবী, সাধারণ সম্পাদক মুফতি মুস্তাফা কামাল কাসেমী। সভায় উপস্থিত ছিলেন জেলা ওলামা পরিষদের প্রধান উপদেষ্টা মাওলানা রুহুল আমিন, উপদেষ্টা মুফতি আবুল কালাম, মুহা. আনীসুর রহমান, পরিষদের সহসভাপতি আব্দুর রাজ্জাক, আব্দুস সামাদ, মাহফুজুর রহমান, সহসাধারণ সম্পাদক মুফতি রুহুল আমিন, মাওলানা রেজাউল করিম প্রমুখ।চুয়াডাঙ্গা জেলা ওলামা পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন সমস্যা, সুবিধা, অসুবিধা ও নিজেদের কার্যক্রম তুলে ধরে বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশন চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের উপপরিচালক এ বি এম রবিউল ইসলাম, জেলা ওলামা পরিষদের সভাপতি মুফতি জুনাইদ আল হাবিবী, সাধারণ সম্পাদক মুফতি মুস্তাফা কামাল কাসেমী। সভায় উপস্থিত ছিলেন জেলা ওলামা পরিষদের প্রধান উপদেষ্টা মাওলানা রুহুল আমিন, উপদেষ্টা মুফতি আবুল কালাম, মুহা. আনীসুর রহমান, পরিষদের সহসভাপতি আব্দুর রাজ্জাক, আব্দুস সামাদ, মাহফুজুর রহমান, সহসাধারণ সম্পাদক মুফতি রুহুল আমিন, মাওলানা রেজাউল করিম প্রমুখ। এ সময় জেলা প্রশাসক নেতৃবৃন্দকে নির্দেশনা দিয়ে বলেন, জুমার খুতবাসহ ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠানে মাদক, বাল্যবিবাহ, জঙ্গিবাদ, সন্ত্রাস ও ধর্মীয় অপপ্রচারের কুফল সম্পর্কে জনগণকে অবহিত করতে হবে। শান্তিপ্রিয় মানুষের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য কিছু কুচক্রী মহল গুজব রটিয়ে দাঙ্গা সৃষ্টি করছে। তাই গুজবে কান না দিয়ে নিজ নিজ জায়গা থেকে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। গুজব নয়, প্রকৃত সত্য ঘটনা সবাইকে জানাতে হবে।তিনি আরও বলেন, পরীক্ষার সময় সভা-সমাবেশ করা যাবে না। প্রয়োজনে প্রশাসনের সঙ্গে আলোচনা করে সময় নির্ধারণ করতে হবে।