নিউজ ডেস্ক:ঢাকার গাজীপুরে দিন-দুপুরে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত আশরাফুল ইসলাম মূলত দর্শনার আলোচিত মাদক ব্যবসায়ী রাজিবুল ইসলাম ওরফে স্বপন (৩৫)। নিহত স্বপন দর্শনা দক্ষিণ চাঁদপুর গ্রামের বাসস্ট্যান্ডপাড়ার আলী আহম্মদের ছেলে। এ ঘটনার পর ঘটনাস্থল থেকে মাদক, অস্ত্র, গুলি ও প্রাইভেট কার উদ্ধার করেছে র্যাব। এ দিকে স্বপনের মৃত্যুর খবর পরিবারের লোকজন জানতে পেরে গতকালই গাজীপুরের উদ্দেশে মাইক্রোযোগে রওনা দিয়েছেন।
র্যাব-২-এর কোম্পানী কমান্ডার মহিউদ্দীন ফারুকী জানান, গত সোমবার দিবাগত রাত ১২টার দিকে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি, চুয়াডাঙ্গা থেকে প্রাইভেট কারযোগে একজন মাদক ব্যবসায়ী একটি মাদকের বড় চালান নিয়ে ঢাকা মোহাম্মদপুরের উদ্দেশে রওনা দিয়েছেন। এমন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার ভোর থেকে গাজীপুরের কালিয়াকৈর থানাধীন বাইপাসের চন্দ্রায় একটি তল্লাশি চৌকি বসানো হয়। এ সময় ওই মাদক ব্যবসায়ী র্যাবের তল্লাশির সংবাদ জানতে পেরে মাদকের চালানসহ গাড়ি ঘুরিয়ে টাঙ্গাইলের সখিপুর দিয়ে ময়মনসিংহের ভালুকা হয়ে গাজীপুর চৌরাস্তার দিকে রওনা দেন। পরে গাজীপুর চৌরাস্তায় আবারও চেকপোস্ট বসানো হয়। দুপুর সাড়ে ১২টার দিকে ওই মাদক ব্যবসায়ীর গাড়িটি চৌরাস্তার চেকপোস্টের কাছে পৌঁছালে তাঁকে থামানোর সংকেত দেওয়া হয়। এ সময় তিনি চেকপোস্টের ব্যারিকেড ভেঙে একই রোড ময়মনসিংহ সড়ক ধরে এগোতে থাকেন। র্যাবও তাঁর পিছু নেয়। দ্রুতগতিতে মাদকের চালানসহ গাড়িটি মাওনা চৌরাস্তা থেকে বাম দিকের করাইতলা ম-ল বাড়ির নিকট পৌছায়। এ সময় অস্ত্রধারী মাদক ব্যবসায়ী গাড়ি থেকে নেমে সবার সামনে র্যাবের দিকে লক্ষ্য করে গুলি ছোড়েন। র্যাবও পাল্টা গুলি ছোড়ে। পরে ঘটনাস্থলে অস্ত্রধারী মাদক ব্যবসায়ী রাজিবুল ইসলাম ওরফে স্বপনের মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে র্যাব এক হাজার বোতল ফেনসিডিল, একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলিসহ একটি প্রাইভেট কার উদ্ধার করেছে। র্যাব আরও জানায়, নিহত মাদক ব্যবসায়ী রাজিবুল ইসলাম চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার দর্শনা পৌর এলাকার দক্ষিণ চাঁদপুর বাসস্ট্যান্ডপাড়ার আলী আহম্মদের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে দর্শনা থেকে মাদকের বড় বড় চালান ঢাকা মোহাম্মদপুরস্থ ভাড়া বাসায় নিয়ে ব্যবসা করছিলেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট শ্রীপুর থানা পুলিশ জানায়, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, নিহত রাজিবুল ইসলাম একজন আলোচিত মাদক ব্যবসায়ী। তাঁর নামে চুয়াডাঙ্গাসহ দেশের বিভিন্ন জেলায় পাঁচটি মাদকের মামলা রয়েছে।
এদিকে, নিহত রাজিবুল ইসলাম ওরফে স্বপনের মৃত্যু খবর এলাকায় ছড়িয়ে পড়লে তাঁর পরিবারের লোকজন ঢাকায় বসবাসকারী স্বপনের স্ত্রীর কাছে ফোন করে মৃত্যুর সংবাদটি নিশ্চিত হন। পরে গতকাল সন্ধ্যা ছয়টার দিকে পরিবারের লোকজন মাইক্রোবাসযোগে ঢাকা গাজীপুরের উদ্দেশে রওনা দেন।