নিউজ ডেস্ক:দালালের মাধ্যমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রোগী ভাগিয়ে নেওয়ার অপরাধে রবিউল মেমোরিয়াল হাসপাতালকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন মোবাইল কোর্ট। গতকাল বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষ্ণুপদ পাল এ জরিমানা আদায় করেন। মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, রবিউল মেমোরিয়াল হাসপাতাল কর্তৃপক্ষ তাদের ঝাড়–দার রজিফাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে এক রোগীকে ভাগিয়ে নিয়ে আসে। এ সময় গাংনী থানার পুলিশের একটি টিম ওই ঝাড়–দার রজিফাকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করে। পরে মোবাইল কোর্ট পরিচালনা করে রবিউল মেমোরিয়াল হাসপাতালকে দোষী সাব্যস্ত করে ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইনের ৫৩ ধারায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। রবিউল মেমোরিয়াল হাসপাতালের স্বত্বাধিকারী তরিকুল ইসলাম জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে পরিশোধ করেন।