গাংনীতে বাস চাপায় ব্যবসায়ী নিহত

0
16

নিউজ ডেস্ক:মেহেরপুরের গাংনীতে বাসের চাপায় সামসুল হক (৪৭) নামের এক ভাংড়ী ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত সামসুল হক গাংনী মহিলা কলেজপাড়ার মৃত খেদের আলীর ছেলে। এ ঘটনায় আরও দু’জন ব্যবসায়ী আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী মহিলা কলেজ মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ভাংড়ী ব্যবসায়ী সামসুল হকসহ আরো দু’জন ব্যবসায়ী নিয়ে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে মূল সড়কে উঠলেই মেহেরপুর থেকে কুষ্টিয়াগামী গোল্ডেন এন্টারপ্রাইজের ১৪-১১৬২ নাম্বারের দ্রুতগতির বাস সামসুল হককে চাপা দেয়। স্থানীয়রা সামসুলকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন। এ দুর্ঘটনায় কুষ্টিয়ার দু’জন ব্যবসায়ী মটরসাইকেল আরোহী নয়ন ও শাওন আহত হয়। তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। এ ঘটনায় বাসের ড্রাইভার পলাতক থাকলেও সুপারভাইজার ও সহকারীকে জনতা আটক করে পুলিশের হাতে তুলে দেন।
আহত ব্যবসায়ী কুষ্টিয়ার পুরনো সার্কিট ক্রয়-বিক্রয় ব্যবসায়ী নয়ন জানান, আমরা পুরাতন কিছু সার্কিট ক্রয় করতে সামসুল হকের ভাংড়ীর দোকানে যায়। সার্কিটগুলো দেখার পরে কথা-বার্তার এক পর্যায়ে চায়ের দোকানে যাওয়ার উদ্দ্যোশে মূল সড়কে উঠতে দ্রুতগতির একটি বাস এসে আমাদের সামনে থাকা সামসুলকে চাপা দেয়। এ সময়ে আমরাই হালকা আহত হয়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হরেন্দ্রনাথ সরকার (পিপিএম) জানান, বাসের চাপায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। গাড়ীর ড্রাইভার পালিয়ে গেলেও সুপারভাইজার ও সহকারীসহ গাড়িটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় নিহতদের পরিবার মামলা দিলে আমরা আইনী ব্যবস্থা নেব।