গাংনীতে পুকুরে ডুবে শিশুকন্যার করুণ মৃত্যু

0
9

নিউজ ডেস্ক:মেহেরপুরের গাংনী উপজেলার কুঞ্জনগরে পুকুরে ডুবে মিষ্টি খাতুন (৩) নামের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। মিষ্টি খাতুন ওই গ্রামের আলসাধুচালক ইমদাদুল হকের মেয়ে। স্থানীয় লোকজন জানান, মিষ্টি খাতুন খেলতে খেলতে পরিবারের চোখ ফাঁকি দিয়ে বাড়ির পাশর্^বর্তী একটি পুকুরের ধারে যায়। দুপুরের দিকে কোনো এক সময়ে পুকুরে পড়ে যায়। পরে বিকেল চারটার দিকে পরিবারের লোকজন খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে ভাসমান লাশ দেখতে পায়। পরে ঘটনাস্থলে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান গিয়ে লাশ উদ্ধারের নির্দেশ দেন। গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান জানান, শিশুকন্যা হারিয়েছে, এমন সংবাদে গেলেও ঘটনাস্থলে গিয়ে দেখি পুকুরে শিশুটির লাশ ভাসমান। মরদেহ উদ্ধার করে কোনো অভিযোগ না থাকায় পরিবারের নিকট হস্তান্তর করা হয়।