গভীর রাতে বেগমপুর-উথলী সড়কে আহত অবস্থায় পড়ে থাকা

0
15

অজ্ঞান যুবককে নিয়ে তোলপাড় : হাসপাতালে ভর্তি

নিউজ ডেস্ক:বেগমপুরের উথলী সড়ক থেকে সুমন নামের এক ব্যক্তিকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে বেগমপুর কলোনীপাড়া বাজার-উথলী সড়কের ফুলতলা নামক স্থানের অদূরের সড়কের উপর থেকে তাকে উদ্ধার করে পুলিশ। পরে আহত ওই ব্যক্তিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।


স্থানীয় সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা সদরের বেগমপুর ইউনিয়নের কলোনীপাড়া বাজার-উথলী সড়কের ছোট ও বড় ব্রীজের মাঝামাঝি স্থানে সড়কের উপর এক ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখতে পায় পথচারীরা। আহত ব্যক্তির একটু দূরে একটি দেড়শ সিসি আরটিআর মোটরসাইকেল পড়ে থাকতে দেখে। পরে পথচারীদের খবর পেয়ে ফুলতলা এলাকার মানুষ ঘটনাস্থলে ছুটে যায় এবং এক ব্যক্তিকে রক্তাক্ত জখম ও অচেতন অবস্থায়সহ তার একটু পাশে একটি মোটরসাইকেল পড়ে থাকতে দেখতে পায়। এ সময় উপস্থিত লোকজন বেগমপুর ক্যাম্প পুলিশকে খবর দিলে দ্রুত ঘটনাস্থলে পৌছায় পুলিশ। ঘটনাস্থলটি জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের আওতাধীন হওয়ায় জীবননগর থানার পুলিশ পৌছে আহত অজ্ঞাত যুবককে উদ্ধার করে জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সের ইমার্জেন্সি বিভাগে নেয়। আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার্ড করেন। এ সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খান।
জীবননগর থানার তদন্ত ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন, আহত ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করে জীবননগর হাসপাতালে নিলে তার অবস্থা গুরুত্বর হওয়ায় সেখানকার কর্তব্যরত চিকিৎসক চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার্ড করেছে। আহত ওই ব্যক্তির নাম সুমন (৩৫)। সে জীবননগর উপজেলার নারায়ণপুর গ্রামের শরীফ মুন্সির ছেলে। সে সড়ক দিয়ে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় ঘটনাস্থলে ভাঙ্গা সড়কের গর্তে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে দূর্ঘটনার শিকার হয়ে গুরুত্বর আহত হয়েছে।
একটি সূত্রে জানা গেছে, অচেতন অবস্থায় উদ্ধার ব্যক্তি মদ্যপ পান করে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দূর্ঘটনার শিকার হয়ে গুরুত্বর আহত হয়ে সড়কের উপর পড়ে ছিল।