খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ কর্মকা- থেকে বিরত রাখে : অতিরিক্ত এসপি কলিমুল্লাহ

0
20

চুয়াডাঙ্গার আকুন্দবাড়িয়ায় স্বপ্নপূরণ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত
হরিণাকুনাডুর আন্দুলিয়া একাদশের ফাইনাল নিশ্চিত

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা আলুকদিয়ার আকুন্দবাড়িয়ায় স্বপ্নপূরণ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে জয়লাভ করেছে ঝিনাইদহের হরিণাকু-ুর আন্দুলিয়া একাদশ। প্রতিপক্ষ আলমডাঙ্গা ভোলারদাইড় একাদশকে ২-০ গোলে হারিয়ে ফাইনাল খেলার টিকিট ছিনিয়ে নিয়েছে তারা। গতকাল বুধবার বিকেলে বৈরী আবহাওয়া উপেক্ষা করে মাঠে নামে দুই দল। খেলার প্রথমার্ধে আক্রমণ-পাল্টা আক্রমণের মধ্যে কোনো গোল করতে না পারায় গোলশূন্য ফলাফল নিয়ে বিরতিতে আসেন খেলোয়াড়েরা। দ্বিতীয়ার্ধে টানটান উত্তেজনার মধ্যে আন্দুলিয়ার হয়ে জয়সূচক গোল দুটি করেন আক্রমণ ভাগের খেলোয়াড় পবন ও নাইজেরিয়া সফরকারী খেলোয়াড় জুলকার নাইন জুলু। খেলা শেষে স্বপ্নপূরণ ফুটবল টুর্নামেন্ট কমিটির সভাপতি লিয়াকত হোসেন লাল্টুর সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কলিমুল্লাহ।
মো. কলিমুল্লাহ বলেন, ‘খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ কর্মকা- থেকে বিরত রাখে। এ ধরনের আয়োজন সুস্থধারার সমাজ বিনির্মাণের সহায়ক। যুবকেরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অবসর সময় পার করবে আর তাদের পাশে থেকে উৎসাহ দেবে এলাকাবাসী, এভাবেই সবার মধ্যে তৈরি হবে ভ্রাতৃত্ববোধ।’ এ ছাড়াও যুবসমাজ যেন খেলাধুলার প্রতি আগ্রহী হয়, সে ব্যাপারে গুরুত্বারোপ করে আলোচনা করেন তিনি।