নিউজ ডেস্ক:
আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আবদুল খালেক তার প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুকে পরাজিত করে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হয়েছেন।
সহকারী রিটার্নিং অফিসার হাবিবুর রহমান বাসসকে জানান, গতরাত ৩টায় রিটার্নিং অফিসার মো. ইউনুস আলী বেসরকারি ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফলে মোট ২৮৯টি ভোটকেন্দ্রের মধ্যে ২৮৬ কেন্দ্রে আবদুল খালেক ১ লাখ ৭৪ হাজার ৮৫১ এবং মঞ্জু ১ লাখ ৯ হাজার ২৫১ ভোট পেয়েছেন।
এছাড়া ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ১৪ হাজার ৩৬২, জাতীয় পার্টি (এরশাদ) প্রার্থী ১০৭২ ও সিপিবি প্রার্থী ৫৩৪ ভোট পেয়েছেন।
এরআগে অনিয়মের জন্য ৩টি কেন্দ্রে নির্বাচন স্থগিত হয়।
৩১টি সাধারণ কাউন্সিলর পদে আওয়ামী লীগ ১৪, বিএনপি ৮ এবং স্বতন্ত্র ৯ প্রার্থী জয়ী হয়েছেন।