নিউজ ডেস্ক:
রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা হত্যা মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণের জন্য ২৭ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত।
আজ বুধবার মামলার অভিযোগপত্র গ্রহণের দিন ধার্য ছিল। আসামিপক্ষের আইনজীবীরা তা পেছানোর জন্য সময়ের আবেদন করলে ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা তা মঞ্জুর করে ২৭ ফেব্রুয়ারি দিন ধার্য করেন।
২০১৫ সালের ২৩ জানুয়ারি রাতে যাত্রাবাড়ীর কাঠেরপুল এলাকায় গ্লোরি পরিবহনের যাত্রীবাহী একটি বাসে পেট্রলবোমা ছোড়া হয়। এতে বাসের ২৯ যাত্রী দগ্ধ হন। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হলে ১ ফেব্রুয়ারি চিকিৎসাধীন অবস্থায় মারা যান নূর আলম (৬০) নামের এক যাত্রী। ওই ঘটনায় ২৪ জানুয়ারি বিকেলে খালেদা জিয়াকে হুকুমের আসামি করে যাত্রাবাড়ী থানায় মামলা করেন থানার এসআই কে এম নুরুজ্জামান।