নিউজ ডেস্ক:
ইউনাইটেড হাসপাতালে খালেদা জিয়াকে ভর্তির ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে লিখিত আবেদন জানিয়েছেন তার ভাই শামীম ইস্কান্দার। আবেদনের প্রেক্ষিতে ইউনাইটেড নয়, সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করাতে রাজি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ আবেদন করেন শামীম ইস্কান্দার।
আবেদনে শামীম ইস্কান্দার বলেন, আমার বড় বোন খালেদা জিয়া নাজিমউদ্দিন রোডের কারাগারে রয়েছেন। তিনি দীর্ঘ দিন ধরে নানা অসুখে আক্রান্ত। কারাগারে তিনি প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছেন না। তাই তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে।
শামীম ইস্কান্দার আরও বলেন, বিশেষজ্ঞ চিকিৎসকরা কারাগারে খালেদা জিয়ার পরীক্ষা-নিরীক্ষা করে জানিয়েছেন তিনি ‘মাইল্ড স্ট্রোক’ করেছেন। তার বড় ধরনে ঝুঁকি রয়েছে। তাকে বিশেষায়িত হাসপাতাল ইউনাইটেডে ভর্তি করে চিকিৎসা দেয়া জরুরি।