বিপ্লব নাথ (চট্টগ্রাম) : প্রাথমিক শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ভবন ঘেরাও কর্মসূচির কারণে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।
খাগড়াছড়ির ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এটিএম কাউছার হোসেন জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে রোববার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সদর উপজেলা পরিষদ থেকে স্বনির্ভর বাজার পর্যন্ত যেকোনো ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।
এদিকে পরীক্ষা বাতিলের দাবিতে আগামীকাল সোমবার হরতালের ডাক দিয়েছে খাগড়াছড়ি জেলা সুষম উন্নয়ন ও দুর্নীতি প্রতিরোধ কমিটি। একই সঙ্গে আগামী ১৯-২১ তারিখ লাগাতার সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি।