ক্ষেত খাওয়াতে নিষেধ করায় মধ্যবয়সী মহিলাকে কুপিয়ে জখম

0
12

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
ছাগলে ক্ষেত খাওয়াতে নিষেধ করতে গেলে শেফালী খাতুন নামে এক মধ্যবয়সী মহিলাকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। ওই হামলার পরই হাসপাতালে ভর্তি মহিলাকে সোমবার পর্ষন্ত চিকিৎসা নিতে দেখা গেছে। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মহিষেডেরা গ্রামে। এ ঘটনায় মহিলার স্বামী থানাতে একটি অভিযোগ দায়ের করেছে। আহত মহিলার স্বামী মহিষাডেরা গ্রামের আবদুর রশিদ সোমবার থানাতে এক লিখিত অভিযোগে জানিয়েছেন, প্রতিবেশি মশিয়ার রহমানের বাড়ীর পাশেই তার পেয়াজ ও শষার ক্ষেত রয়েছে। প্রায়ই প্রতিপক্ষেরা ছাগল দিয়ে ক্ষেত নষ্ট করত। নিষেধ করার পরও প্রতিহিংসামুলক গত ২৯ ফেব্রয়ারী আবারো ক্ষেতে ছাগল ঢুকায়। এ সময় তার স্ত্রী শেফালী বেগম ওই ছাগল ধরে মশিয়ারের বাড়িতে নিয়ে যায়। এরপর কথাকাটাকাটির এক পর্ষায়ে ছাগল মালিক মশিয়ার ও তার ছেলে আবদুল আলিম ওই মহিলাকে দা দিয়ে আঘাত ও বাঁশ দিয়ে পেটাতে শুরু করে। এ সময় মহিলার চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। মহিলার মাথা ও হাতের অঙ্গুলে ক্ষত সৃষ্টি হয়েছে। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানাতে দেওয়া অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এস আই ইব্রাহিম হোসেন জানান, ছাগলে ক্ষেত খাওয়া নিয়ে এক পক্ষের মারপিটে আহত ওই মহিলা হাসপাতালে ভর্তি রয়েছে। অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে।