চুয়াডাঙ্গায় আঁখি তারা ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর ঘটনা
রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পূর্বে কোনো কার্যক্রমই আইনসম্মত নয় : যুগ্ম সচিব তপন কুমার
নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গায় আঁখি তারা জেনারেল হাসাপাতালের (আঁখি তারা ক্লিনিক) চিকিৎসকদের অবহেলায় প্রসূতির মৃত্যুর ঘটনা ও অনুমোদনহীনভাবে ক্লিনিক পরিচালনার অভিযোগে এখন পর্যন্ত ক্লিনিকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এদিকে, ক্লিনিকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় হতাশা প্রকাশ করেছেন মৃত ওই প্রসূতির স্বজনেরাসহ সচেতনমহল। সিভিল সার্জন অফিসের ঠিক উল্টো পাশে অনুমোদনহীন একটি ক্লিনিক কীভাবে তাদের কার্যক্রম পরিচালনা করছে, তা নিয়েও হতবাক হয়েছেন অনেকে। তাঁরা আঙ্গুল তুলছেন বেসরকারি ক্লিনিক, হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের দিকে।
এ বিষয়ে জানতে চাইলে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান জানান, ‘আজ (রোববার) সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভায় ব্যস্ত ছিলাম এবং আমার অফিসের অনলাইন কার্যক্রম পরিচালনাকারী ছুটিতে থাকায় এ বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। আগামীকাল সোমবার (আজ) আমার আরও দুটি মিটিং আছে। এরপর সময় পেলে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করব।’
বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানের অনুমোদন-পূর্ব চিকিৎসাসেবার বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্য বিভাগের বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা যুগ্ম সচিব তপন কুমার বিশ্বাস জানান, রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পূর্বে ক্লিনিক, হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টারের কোনো কার্যক্রমই আইনসম্মত নয়।
উল্লেখ্য, ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার অনুমোদনহীন চুয়াডাঙ্গা আঁখি তারা ক্লিনিকে সিজারের পর আমেনা খাতুন নামের এক প্রসূতির মৃত্যুর অভিযোগ ওঠে।