কোটচাঁদপুরে সড়ক দুর্ঘটনায় দুজন আহত – ২

0
11

নিউজ ডেস্ক:ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর-আন্দুলবাড়ীয়া সড়কে আলমসাধু ও মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষেদুজন আহত হয়েছে। গতকাল সকাল সোমবার সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়। এ দুর্ঘটনায় কন্যানগর গ্রামের আসান আলির ছেলে সজীবের একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়।
ঘটনাস্থল থেকে প্রত্যক্ষদর্শী লিটন জানান, গুরুতর ভাবে আহত সজিব যশোর-হ ১৪-৪৯৫১ রেজিস্ট্রেশনের ১২৫ সিসির একটি ডিসকভার মোটরসাইকেল নিয়ে সাফদারপুর কলেজে যাওয়ার জন্য বাসা থেকে বের হলে পথিমধ্যে আমতলা মোড় ও মকছেদ মোড়ের মধ্যবর্তী স্থানে একটি আলমসাধুর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় দুজন গুরুতর আহত হয়।