কোটচাঁদপুরে পানবরজে আগুন : ১০ লাখ টাকার ক্ষতি!

0
10

নিউজ ডেস্ক:ঝিনাইদহের কোটচাঁদপুরে কয়েকজন কৃষকের প্রায় ৫ বিঘা জমির পানসহ বরজ পুড়ে ছাই হয়ে গেছে। যার আনুমানিক মূল্য ১০ লাখ টাকা। গত সোমবার দুপুরের দিকে উপজেলার সাফদারপুরের দতিয়ারকুঠি গ্রামের একটি মাঠে পানের বরজে এ আগুনের ঘটনা ঘটে। জানা যায়, দতিয়ারকুঠি গ্রামের মাঠে কৃষকের কয়েক’শ বিঘা জমিতে পানের বরজ রয়েছে। সোমবার দুপুরের দিকে একটি পানের বরজে আকস্মিক দাউ দাউ করে আগুন জ¦লে উঠে। এতে পাশাপাশি পানের বরজের মালিক কৃষক আসাদ, আব্বাস, নজরুর, আশরাফুল ইসলাম ও জয়দত্তের প্রায় পাচঁবিঘা পানের বরজের পানসহ বরজ পুড়ে ছাই হয়ে যায়। আগুন লাগার খবর জানতে পেরে, দতিয়ারকঠি ও পাশ্ববর্তী জীবননগর উপজেলার রায়পুরসহ আশপাশের লোকজন এক সাথে ছুটে এসে পানি দিয়ে প্রায় দেড় ঘন্টায় আগুন নেভাতে সক্ষম হয়। খবর পেয়ে কোটচাঁদপুর ফায়ার সার্ভিস ও জীবননগর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে ছুটে আসে। ক্ষতিগ্রস্থ কৃষকরা জানান, এলাকার লোকজন সম্মিলিতভাবে ছুটে এসে আগুন নিয়ন্ত্রনে না আনলে অনন্ত কয়েক’শ বিঘা জমির পানের বরজ পুড়ে যেত। কোটচাঁদপুর ফায়ার সার্ভিস অফিসের তথ্য মতে, কেউ শয়তানি করে বিড়ির আগুন দিয়ে ধরিয়ে দিয়েছে। তবে স্থানীয় সূত্রে জানা যায়, বরজে কাজ করার সময় নছিমন (প্লাস্টিক) দড়ি গ্যাস লাইটের আগুন দিয়ে পোড়ানোর সময় অসাবধানতাবশত আগুন বরজে লেগেই এ ঘটনা ঘটেছে।