চুয়াডাঙ্গায় বেড়েছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব
নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গায় বেড়েছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব। পৃথক স্থানে কুকুরের কামড়ে তিন শিশু গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টা ও বেলা ৩টার দিকে পৃথক স্থানে এ ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসেন। কুকুরের কামড়ে জখম শিশুরা হলো চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়নের ফুলবাড়ি পশ্চিমপাড়ার আবুল কালামের ছেলে রাজিবুল ইসলাম (৭), তিতুদহ ইউনিয়নের বোলদিয়া পুরাতনপাড়ার সসিরের ছেলে তরিকুল ইসলাম (১০) ও একই এলাকার আলম আলী শেখের ছেলে মশিবুল ইসলাম (১৪)।
পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল সকালের দিকে এলাকার একটি দোকানের সামনে খেলা করছিল শিশু রাজিবুল ইসলাম। এ সময় একটি কুকুর দৌড়ে এসে তার বাঁ পায়ে কামড় দিয়ে পায়ের মাংস তুলে নেয়। এ সময় রাজিবুলের পরিবারের সদস্যরা তাকে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সোহানা রজিবুলকে তাৎক্ষণিক চিকিৎসা প্রদান করেন এবং রাজিবুলের জখম গুরুতর হওয়ায় তাকে ভর্তি রাখেন।
এদিকে, দুপুরের পর বাড়ির সামনের মাঠে খেলা করার সময় শিশু তরিকুল ইসলামকে কুকুরে কামড় দেয়। এ সময় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল মশিবুল ইসলাম। একই কুকুর তাকেও কামড় দিয়ে পালিয়ে যায়। একই কুকুরের কামড়ে তরিকুল ইসলাম ও মশিবুল ইসলাম গুরুতর জখম হয়। পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে এলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. নুরুন্নাহার খানম তাদের চিকিৎসা প্রদান করেন।