কালীগঞ্জে সেনা সদস্যের মর্মান্তিক মৃত্যু

0
10

নিউজ ডেস্ক:ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় হাবিবুর রহমান (২৬) নামের এক সেনা সদস্য নিহত হয়েছেন। গতকাল শনিবার বিকেল পাঁচটার দিকে শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাবিবুর রহমান যশোর সেনানিবাসে সৈনিক পদে কর্মরত ছিলেন। তিনি কুষ্টিয়া জেলার কোমরভোগ গ্রামের আমিরুল ইসলামের ছেলে। নিহত হাবিবুর রহমানের আইডি নম্বর আর্টি-১৮০৭৪ ও সেনা নম্বর ১২৩৩২৯১। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুচ আলী জানান, যশোর সেনানিবাস থেকে রেশন নিয়ে মোটরসাইকেলযোগে কুষ্টিয়ায় গ্রামের বাড়িতে যাচ্ছিলেন তিনি। পথের মধ্যে কালীগঞ্জে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে পৌঁছালে একটি পিকআপ তাঁকে চাপা দেয়। এ সময় মোটরসাইকেল থেকে তিনি রাস্তার ওপর পড়ে গেলে পিকআপটি তাঁর মাথার ওপর দিয়ে চলে যায়। এতে সেনা সদস্য হাবিবুর রহমাননের ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয়। পুলিশ লাশটি উদ্ধার করেছে। পিকআপটি আটকের চেষ্টা করা হচ্ছে।