কালীগঞ্জে বাস ও লেগুনার সংঘর্ষে আহত ১০

0
8

নিউজ ডেস্ক:ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজারে বাস ও লেগুনার সংঘর্ষে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। গতকাল শনিবার সকালে ঝিনাইদহ-যশোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন আসাদুজ্জামান (৩৫), শিমুল (২৫), কাজল (২২), সাদ্দাম (২৫), আমেনা বেগম (৩০), সুজন (২৫), মাখন দাস (৫০), প্রফুল্ল দাসসহ (৪০) আরও দুজন। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস আলী জানান, সকালে কালীগঞ্জ থেকে যাত্রীবাহী একটি লেগুনা যশোর যাচ্ছিল। পথের মধ্যে কালীগঞ্জ উপজেলার বারবাজার এলাকায় পৌঁছালে খুলনা থেকে কুষ্টিয়াগামী রূপসা পরিবহনের একটি বাসের সঙ্গে লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনার ১০ জন যাত্রী আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।