কার্পাসডাঙ্গায় ফেন্সিডিলসহ স্কুলছাত্র আটক

0
7

নিউজ ডেস্ক:দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় ৮ বোতল ফেন্সিডিলসহ নবম শ্রেণীর মিরাজ নামের এক ছাত্রকে আটক করেছে পুলিশ। আটককৃত মিরাজ উপজেলার বয়রার গ্রামের দেলোয়ারের হোসেনের ছেলে। গতকাল শনিবার বিকাল ৪টার দিকে তাকে আটক করা হয়। জানা যায়, শনিবার বিকালে কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই অচিন্ত কুমার পালের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিত্বে এএসআই হাদীউজ্জামান হাদী, এএসআই আবুল কাশেম সঙ্গীয় ফোর্স নিয়ে কার্পাসডাঙ্গা কুতুবপুর-পীরপুরকুল্লা সড়কের মনসের মেম্বরের পানির বোরিংয়ের কাছ থেকে মিরাজকে আটক করে। এসময় তার কাছে থাকা ওঁড়নায় প্যাচানো অবস্থায় ৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। মিরাজ জানায়, সে কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ভোকেশনাল শাখার নবম শ্রেণীর ছাত্র। গতকালই তাকে দামুড়হুদা মডেল থানায় প্রেরণ করেন এসআই অচিন্ত কুমার পাল।