সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কামারখন্দে কারেন্ট জাল বিক্রির অভিযোগে জহুরুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তিকে অর্থদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। জহুরুল উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামের মৃত আনিসুর রহমানের ছেলে। গতকাল মঙ্গলবার সকালে জামতৈল বাজারে বিক্রির উদ্দেশ্যে আনা প্রায় ২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ও কারেন্ট জাল বাজারজাত করনের অভিযোগে ৫শ’ টাকা জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্টেট আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দিন এ দন্ড প্রদান করেন। জব্দকৃত জাল জনসম্মুখে পোড়ানো হয়। পোড়ানো জালের বাজার মূল্য আনুমানিক ২৫ হাজার থেকে ৩০ হাজার টাকা। এসময় উপজেলা মৎস্য অফিসার রনি চন্দ্র মন্ডল উপস্থিত ছিলেন।