সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কামারখন্দে এক সপ্তাহেও খোঁজ মেলেনি ৬৫ বছর বয়সী বৃদ্ধা আমেনার। আমেনা উপজেলার জামতৈল ইউনিয়নের জামতৈল মধ্য পাড়া গ্রামের মৃত মুঞ্জিলের স্ত্রী। জানা যায়, গত বুধবার বিকেলে তার বোনের বাড়ী চাটমোহরের উদ্দেশ্যে যাওয়ার জন্য বাড়ী থেকে বের হয়। কিন্তু ৬ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত ওই বৃদ্ধা মহিলার কোন সন্ধান পায়নি তার পরিবার। এক সপ্তাহ পরও তাদের মাকে ফিরে না পাওয়ায় হতাশায় দিন কাটছে ছেলে মেয়েদের। তাদের সকল আত্মীয়স্বজনদের বাড়ীতে খোঁজ করে তার কোন সন্ধান পায়নি নিখোঁজ আমেনার পরিবার। বাড়ী থেকে বের হওয়ার সময় তার পরনে ছিল লাল শাড়ী কিন্তু পায়ে কোন কোন জুতা ছিল না। তার গায়ের রং কালো বর্ণের চুল গুলো আধাপাকা। যদি কোন সুহৃদয়বান ব্যক্তি ওই বৃদ্ধা মহিলার সন্ধান পান তাহলে ০১৭৭০-৯৯৪২৮৭ (নিখোঁজ বৃদ্ধার ছেলে) এই মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।