এদিকে, করোনা সংক্রমণ প্রতিরোধে রবিবার (২০ জুন) মধ্যরাত থেকে কুষ্টিয়া ও নড়াইল জেলায় লকডাউন শুরু হয়েছে। বন্ধ রয়েছে গণপরিবহণ ও ব্যবসা প্রতিষ্ঠান। তবে, ওষুধ, কাঁচাবাজার ও নিত্যপণ্যের দোকান সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত খোলা থাকছে।
এদিকে সোমবার (২১ জুন) সকাল থেকে ৭ দিনের লকডাউন শুরু হয়েছে ফরিদপুর সদর, ভাঙ্গা ও বোয়ালমারী পৌর এলাকায়। মধ্যরাত থেকে রাজবাড়ীর তিনটি পৌরসভায় চলছে লকডাউন।
এছাড়া, সাতক্ষীরায় তৃতীয় সপ্তাহের মত লকডাউন চলছে। ৭ জুন থেকে কঠোর বিধিনিষেধ চলছে জয়পুরহাট সদর, পাঁচবিবি ও কালাই পৌরসভায়। চুয়াডাঙ্গা সদর পৌরসভা ও আলুকদিয়া ইউনিয়নে সাতদিনের লকডাউন শুরু হয়েছে। এছাড়া নোয়াখালী পৌরসভা ও সদর উপজেলার ৬ ইউনিয়নে ৪ জুন থেকে চলছে লকডাউন। দিনাজপুর সদরে চলমান লকডাউনের মেয়াদ আরো ৭ দিন বাড়ানো হয়েছে।