ঝিনাইদহ সংবাদাতাঃ ‘কমাতে হলে মাতৃমুত্যু হার, মিডওয়াইফ পাশে থাকা একান্ত দরকার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে নিরাপদ মাতৃত্ব দিবস পালিত হয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে সোমবার সকালে সিভিল সার্জনের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় সিভিল সার্জন ডা: রাশেদা সুলতানা, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: সাজ্জাদ হাসান, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: প্রসেনজিৎ বিশ্বাস পার্থসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এসময় বক্তারা, মাতৃমৃত্যু হার রোধে মিডওয়াইফ (ধাত্রীদের) গুরুত্ব বিবেচনা করে তাদের প্রশিক্ষণের দাবি জানান।