হোটেল-রেস্তোরাঁসহ মোবাইল বিল ও ওষুধ খাতে ভ্যাট বাড়ছে না বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ফলে এই চার খাতে ভ্যাট আগের অবস্থায় (৫%) থাকছে।
বৃহস্পতিবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে এনবিআর সদস্য (মূসক নীতি) মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী জানান, ‘হোটেল-রেস্তোরাঁ, ওষুধ ও মোবাইল খাতে ভ্যাট আগের অবস্থায় (৫%) থাকছে।’ বৃহস্পতিবার এ সংক্রান্ত আদেশ জারি করবে এনবিআর।
তিনি জানান, ৯ জানুয়ারি একটি অধ্যাদেশ জারির মাধ্যমে হোটেল ও রেস্তোরাঁ খাতে ভ্যাট ১৫ শতাংশে বাড়ানো হয়েছিলো, কিন্তু এখন সেটি আবার ৫ শতাংশে ফিরিয়ে নেয়া হচ্ছে। অর্থাৎ হোটেল, রেস্তোরাঁ খাতে ভ্যাট ৫ শতাংশই থাকছে।
উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবছরের মাঝপথে এসে শতাধিক পণ্য ও সেবার ওপর মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট, সম্পূরক শুল্ক ও করপোরেট কর বাড়ানোর সিদ্ধান্ত নেয় সরকার। তবে অংশীদারদের সঙ্গে কোনো আলোচনা না করে ভ্যাট বৃদ্ধির এ সিদ্ধান্তকে আত্মঘাতী বলে অভিহিত করছেন রাজনৈতিক ও ব্যবসা সংশ্লিষ্ট ব্যক্তিরা।