বাতিল হওয়া আইসিটি ২৮ ফেব্রুয়ারি ও আজকের পরীক্ষা ২ মার্চ অনুষ্ঠিত হবে
নিউজ ডেস্ক:প্রশ্নপত্রে মুদ্রণজনিত ত্রুটি থাকায় কারণে চুয়াডাঙ্গাসহ যশোর বোর্ডের গতকাল মঙ্গলবারের এসএসসি’র আইসিটি পরীক্ষা বাতিল করা হয়েছে। একই কারণে আজ বুধবারের অনিয়মিতদের ক্যারিয়ার শিক্ষা পরীক্ষাও স্থগিত করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় আইসিটি বিষয়ের পরীক্ষা শুরু হওয়ার পর প্রশ্নপত্রে ত্রুটির বিষয়টি নজরে আসে শিক্ষার্থীদের। বোর্ডে অভিযোগ জানানোর সাথে সাথে গতকালের এবং আজ বুধবারের ক্যারিয়ার শিক্ষা পরীক্ষা স্থগিত করে কর্তৃপক্ষ।
পরে বোর্ড কর্তৃপক্ষ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের বাতিল পরীক্ষাটি আগামী ২৮ ফেব্রুয়ারি সকাল ১০টায় এবং আজ বুধবারের ক্যারিয়ার শিক্ষা বিষয়ের পরীক্ষা আগামী ২ মার্চ বেলা দুইটায় অনুষ্ঠিত হবে বলে সাংবাদিকদের জানান।
জানা যায়, যশোর বোর্ডের এবারের এসএসসি পরীক্ষার রুটিন অনুযায়ী শিক্ষার্থীদের গতকাল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে নৈর্ব্যক্তিক পরীক্ষা ছিল। ফলে যথারীতি পরীক্ষা শুরু হলে, পরীক্ষার্থীদের হাতে বোর্ডের ‘ঘ’ সেট প্রশ্নপত্র দেওয়া হয়। এই প্রশ্নপত্রের প্রথম পৃষ্ঠায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং অপর পৃষ্ঠায় ক্যারিয়ার শিক্ষার প্রশ্নপত্র ছাপা ছিল। পরীক্ষা শুরুর কিছু সময় পর পরীক্ষার্থীরা প্রশ্নপত্রের ভুলের বিষয়টি বুঝতে পারে। পরীক্ষার্থীদের কাছ থেকে এ অভিযোগ পাওয়ার সাথে সাথে এ সমস্যার কথা যশোর বোর্ডকে জানান কেন্দ্রের কর্মকর্তারা। এর কিছু সময় পরে বোর্ডের নির্দেশক্রমে গতকালের আইসিটি পরীক্ষা বাতিল ও আজকের ক্যারিয়ার শিক্ষা পরীক্ষা স্থগিত করা হয়। পরীক্ষ স্থগিত হওয়ার পর শিক্ষার্থীরা বাইরে বের হলে, চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের বেশ কিছু শিক্ষার্থীর সাথে কথা হলে তারা বলেন, আইসিটি পরীক্ষার ২৫ নম্বরের এমসিকিউ পরীক্ষার প্রশ্নের প্রথম পাতার ১২টি প্রশ্ন সঠিক ছিল, পরের পৃষ্ঠায় আগামীকাল বুধবার অনুষ্ঠিতব্য ক্যারিয়ার শিক্ষার প্রশ্ন ছাপা হয়েছে। যে কারণে আইসিটি পরীক্ষা বাতিল এবং ক্যারিয়ার শিক্ষা পরীক্ষা স্থগিত করা হয়েছে।
এসময় শিক্ষার্থীদের সাথে আসা বেশ কয়েকজন অভিভাবক অভিযোগ করে বলেন, হ-য-ব-র-ল অবস্থা হয়ে গেছে আমাদের শিক্ষা ব্যবস্থার। প্রশ্নপত্র ভুল ছাপা, প্রশ্নপত্র সিলেবাসের সাথে মিল না থাকা, প্রশ্নপত্রে বিভিন্ন ভুল থাকাসহ প্রশ্নপত্র ফাঁস হওয়ার ভয়, সবমিলিয়ে দিশেহারা আমাদের সন্তানেরা। এ সময় তারা আরও অভিযোগ করে বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে যোগ্য ব্যক্তিরাই তো স্থান পান। তারপরও শিক্ষাখাতে এতো সমস্যা কেন? বিজি প্রেসের মতো একটি প্রতিষ্ঠান থেকে কেন এমন ভুল প্রশ্নপত্র বের হলো? বিষয়টি যথাযথ তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে এই ঘটনার পূনরাবৃত্তি ঘটবে না। তাই দ্রুত ব্যবস্থা নিতে হবে। একই সাথে পরীক্ষার্থীদের অভিভাবকরা শিক্ষার্থীদের মানসিক ক্ষতির আশঙ্কা কথাও জানান।
চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা স্মৃতি কনা বিশ্বাসের সাথে কথা হলে তিনি বলেন, বিজি প্রেসের মুদ্রণজনিত ত্রুটির কারণে যশোর বোর্ডের গতকালের পরীক্ষা বাতিল করাসহ একই কারণে আজকের অনুষ্ঠিতব্য অনিয়মিত পরীক্ষার্থীদের ক্যারিয়ার শিক্ষা বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরবর্তীতে পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে বলে তিনি জানান।
যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জানান, ‘আইসিটি বিষয়ের বহুনির্বাচনী অভীক্ষার প্রশ্নপত্রের ঘ সেটের প্রশ্ন ভুল হয়েছে। এ সেটের প্রশ্নপত্রের প্রথম পৃষ্ঠায় সংশ্লিষ্ট বিষয়ের ১২টি প্রশ্ন ছাপানো হয়েছে আর অপর পৃষ্ঠার ১৩টি প্রশ্ন এসেছে আগামীকালের (বুধবার) অনুষ্ঠিতব্য ক্যারিয়ার শিক্ষা বিষয় থেকে। যে কারণে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব ও অতিরিক্ত সচিব মহোদয়ের সঙ্গে কথা বলে যশোর শিক্ষা বোর্ডের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষা বাতিল করা হয়েছে।’
যশোর বোর্ডের চেয়ারম্যান আরো বলেন, ‘এটা যশোর শিক্ষা বোর্ডের কোনো ভুল না। বিজি প্রেসের মুদ্রণজনিত ত্রুটির কারণে এমনটি হতে পারে। তারপরও আমরা শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে ক্ষমা চাইছি। ভবিষ্যতে যাতে ত্রুটিমুক্ত পরিবেশে সব পরীক্ষা অনুষ্ঠিত হয়, সে বিষয়ে আমরা আরও সতর্ক হব।’
উল্লেখ্য, এবার এসএসসি পরীক্ষার শুরু থেকে ঝামেলা পিছু ছাড়ছে না শিক্ষার্থীদের। প্রথমেদিনে সারা বাংলাদেশের ৪ হাজার কেন্দ্রের মধ্যে বেশ কিছু কেন্দে ভুল প্রশপত্রে পরীক্ষা দেয় পরীক্ষার্থীরা। এবার আবার বিজি প্রেসের মুদ্রণজনিত ত্রুটির কারণে নতুন ঝামেলায় পরীক্ষার্থীরা।