নিউজ ডেস্ক:
রাজধানীর মতিঝিল এলাকা থেকে গ্রেপ্তার নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) দাওয়াতি শাখার চার সদস্যের পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
দশ দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে গতকাল সোমবার ঢাকা মহানগর হাকিম সত্যব্রত সিকদার সন্ত্রাসবিরোধ আইনে দায়ের করা মামলায় রিমান্ডের আদেশ দেন।
রিমান্ডে যাওয়া আসামিরা হলেন এবিএম সোহেল-উদ-দৌলা ওরফে সোহেল, আহাদুল ইসলাম সাগর, জগলুল হক মিঠু এবং তোয়াসিন রহমান। এদের মধ্যে সোহেল আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারি অধ্যাপক এবং সংগঠনের সংগঠক।
প্রসঙ্গত, গত রোববার সন্ধ্যায় তাদের মতিঝিলের পীর জঙ্গি মাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে দুটি ল্যাপটপ, দুটি নোটবুক, দুটি মোবাইল ফোন, একটি পাসপোর্ট, কিছু জিহাদি বই উদ্ধার করা হয়।