নিউজ ডেস্ক:
প্রযুক্তি নির্ভর এই যুগে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে ফেসবুক। তবে নানা কারণে অনেক সময় ফেসবুক অ্যাকাউন্ট লক হয়ে যায়।
ফলে অ্যাকাউন্টধারীকে পড়তে হয় বিভিন্ন ঝক্কিঝামেলায়। অনেকে নিজের অ্যাকাউন্ট ফেরত পেলেও কেউ কেউ হাল ছেড়ে খুলে নেন নতুন অ্যাকাউন্ট। তবে দ্রুতই এই সমস্যার সমাধান আসছে বলে জানা গেছে।
প্রযুক্তিবিষয়ক ওয়েব সাইট টেকক্রাঞ্চের এক প্রতিবেদনে বলা হয়েছে, ফেসবুক অ্যাকাউন্টের মালিকের চেহারা সনাক্তের মাধ্যমে লক হওয়া অ্যাকাউন্ট আনলক করার ফিচার নিয়ে কাজ করছে।
প্রতিবেদনে বলা হয়, অনেকের ফেসবুক অ্যাকাউন্ট লক হয়ে যায়। ফলে তাকে অ্যাকাউন্ট সক্রিয় করার জন্য মোবাইলে পাঠানো কোড বা ই-মেইলের সাহায্য নিতে হয়। এ সময় যদি ফেসবুক অ্যাকাউন্টধারী ওই ব্যক্তি এসবের কোনোটি ব্যবহার করতে না পারেন তবে তিনি তার চেহারার মাধ্যমে ফেসবুক অ্যাকাউন্ট আনলক করতে পারবেন।
প্রসঙ্গত, বর্তমানে ফেসবুকে নিজের অ্যাকাউন্ট ফেরত পাওয়ার কয়েকটি উপায় রয়েছে। এর মধ্যে একটি হলো লক হওয়া অ্যাকাউন্টটিতে থাকা বন্ধুদের ছবির মাধ্যমে সনাক্ত করা এবং ‘ট্রাস্টেড ফ্রেন্ডস’ এর কাছে ফেসবুক থেকে পাঠানো কোডগুলোর মাধ্যমে অ্যাকাউন্ট চালু করা।