মেহেরপুর প্রতিনিধিঃ একুশ আগস্টে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে বিএনপি-জামায়াত জোট সরকারের সময় গ্রেনেড হামলায় নিহত সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিল্লুর রহমানের স্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমানের ১৩ তম মূত্যবার্ষিকী পালন ও ২১ আগষ্ট গ্রেনেড হামলায় সকল নিহতদের স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে শহরের কোর্ট পাড়ায় জেলা মহিলা আওয়ামীলীগের উদ্যোগে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের সদস্য ও জেলা সাধারণ সম্পাদিকা লাভলি ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের সাবেক প্রশাসক অ্যাড. মিয়াজান আলী। বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভানেত্রী অ্যাড. মিনা পাল, থানা মহিলা আওয়ামীলীগের সাংগঠানিক সম্পাদিকা সফুরা খাতুন, যুগ্ম সম্পাদক বেদেনা খাতুন, গাংনী উপজেলা সাধারণ সম্পাদিকা নুর জাহান বেগম, শহর সভাপতি রেহেনা খাতুন, প্রমুখ। পরে সেখানে দোয়া করা হয়।