নিউজ ডেস্ক:বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচি রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতা ও পেনশন সুবিধার একদফা দাবিতে ঢাকায় গেলেন চুয়াডাঙ্গার চার পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা। চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি প্রকৌশলী আয়ুব আলী বিশ্বাসের নেতৃত্বে গতকাল শনিবার রাতে ঢাকার পথে যাত্রা করেন কর্মকর্তা-কর্মচারীরা। বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচি রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতা ও পেনশন সুবিধার একদফা দাবিতে ঢাকায় গেলেন চুয়াডাঙ্গার চার পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা। চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি প্রকৌশলী আয়ুব আলী বিশ্বাসের নেতৃত্বে গতকাল শনিবার রাতে ঢাকার পথে যাত্রা করেন কর্মকর্তা-কর্মচারীরা। সভায় কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে একদফা দাবি আদায়ের লক্ষ্যে আজ রোববার ঢাকা প্রেসক্লাব ও কেন্দ্রীয় শহীদ মিনারে দেশের সব পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারীরা মহা সমাবেশসহ দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরণ অনশন অবস্থান কর্মসূিচ ঘোষণা করেছে। উক্ত কর্মসূচিতে যোগদানের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। দাবি আদায়ের লক্ষ্যে চুয়াডাঙ্গা জেলার চারটি পৌরসভার সব কর্মকর্তা-কর্মচারী শনিবার একত্রিত হয়ে ঢাকার উদ্দেশে চুয়াডাঙ্গা ত্যাগ করেন। কর্মসূচি চলাকালে পৌরসভার দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে। সে কারনে সম্মানিত নাগরিকগণের সাময়িক অসুবিধার জন্য আন্তরিক দুঃখ এবং বিনয়ের সঙ্গে ক্ষমা প্রার্থনা করেছেন পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের নেতারা।