টুআইসি সুজনকে চুয়াডাঙ্গা পুলিশ লাইনে ক্লোজড
নিউজ ডেস্ক:: ইয়াবা সেবনের অভিযোগে আলমডাঙ্গার জামজামি ফাঁড়ি পুলিশের টুআইসি সুজনকে চুয়াডাঙ্গা পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। তাকে ক্লোজড করায় চুয়াডাঙ্গা পুলিশ সুপারকে অভিনন্দন জানিয়েছে এলাকাবাসী। গত শনিবার রাতে ওই এএসআই সুজন ইবির রসুনপুরে ইয়াবা সেবনকালে লোকজন পাকড়াও করলে তাকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়। এলাকাবাসী জানিয়েছে, জামজামি ফাঁড়ির টুআইসি সুজন ইবির থানার মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের সাথে সু-সম্পর্ক গড়ে তোলে। তার মোটরসাইকেল ব্যবহার করে চিহ্নিত মাদকব্যবসায়ীরা ঘুরে বেড়াতো। বিশ^স্ত সুত্রে জানা গেছে, উর্দ্ধতন কর্তৃপক্ষ এ ঘটনা জানতে পেরে এএসআই সুজনকে তলব করে। সে সময় সুজন জীবনে আর মাদক সেবন করবে না বলে ওয়াদা করে। তারপরও শনিবার রাতে কুষ্টিয়া ইবির রসুনপুর গ্রামে চিহ্নিত মাদকব্যবসায়ী জয়ের মাদকের ডেরায় বসে ইয়াবা সেবন করছিল। এ সময় স্থানীয় লোকজন তাকে ১১ পিস ইয়াবাসহ পাকড়াও করে। এ সময় মনোহরদিয়া পুলিশ ফাঁড়ির আইসি ঘটনাস্থল থেকে সুজনকে ওই অবস্থায় দেখে চুয়াডাঙ্গা পুলিশ সুপারকে জানায়। পুলিশ সুপার ঘটনা জানতে পেরে তাৎক্ষনিক সুজনকে চুয়াডাঙ্গা পুলিশ লাইনে ক্লোজড করেন।