হিজবুল্লাহর নিহত প্রধান হাসান নাসরুল্লাহর সম্ভাব্য উত্তরসূরি হাশেম সাফিউদ্দিনের খোঁজ মিলছে না। শুক্রবার থেকে যোগাযোগ করা যাচ্ছে না। শনিবার এ তথ্য জানিয়েছে লেবাননের একটি নিরাপত্তা সূত্র।
গত ২৭ সেপ্টেম্বর ইসরায়েলের বিমনা হামলায় লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহর মৃত্যু হয়। এরপর হিজবুল্লাহর নতুন প্রধান হিসেবে হাশেম সাফিউদ্দিনের নাম উঠে আসে। এমন আলোচনার মধ্যেই গত ৩ অক্টোবর সাফিউদ্দিনকে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। এরপর থেকে সাফিউদ্দিনের খোঁজ পাওয়া যাচ্ছে না।
মার্কিন গণমাধ্যম অ্যাক্সিওস ইসরায়েলের তিনজন কর্মকর্তার বরাতে জানায়, গত বৃহস্পতিবার শেষ রাতে বৈরুতের দক্ষিণের শহরতলিতে ব্যাপক বিমান হামলা চালিয়েছিল ইসরায়েল। হাশেম সাফিউদ্দিনের অবস্থান লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছিল। সেখানে তিনি ভূগর্ভস্থ একটি বাংকারে ছিলেন।
লেবাননের আরও দুটি নিরাপত্তা সূত্র জানায়, দহিয়েহ নামে পরিচিত বৈরুতের দক্ষিণের শহরতলিতে গত শুক্রবার থেকে ইসরায়েলের হামলা চলছে। টানা হামলার কারণে সেখানে উদ্ধারকাজ চালানো যাচ্ছে না।