নিউজ ডেস্ক:
ইরানের ছাবাহার সমুদ্রবন্দরের একটি অংশের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রবিবার ভারতের অর্থায়নে নির্মিত এই সমুদ্রবন্দরের উদ্বোধন করেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। কৌশলগতভাবে ভারতের জন্য এই বন্দর খুবই গুরুত্বপূর্ণ। জানা যায়, ভারত এর পেছনে খরচ করেছে প্রায় ৫০ কোটি ডলার।
এদিকে, বন্দরের সার্বিক কাজ কেমন এগিয়েছে, তা দেখতে রাশিয়া সফর শেষে ভারতে ফেরার পথে শনিবার তেহরান পৌঁছান পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।
সার্বিক নিরাপত্তার স্বার্থ ও পাকিস্তানের ভূখণ্ড ব্যবহার না করে আফগানিস্তান, ইরান ও মধ্য এশিয়ার দেশগুলোর সঙ্গে বাণিজ্য-সম্পর্ক জোরদার করতে ছাবাহারে বন্দর গড়ে তোলা হয়েছে। আগামী বছরের শেষ দিকে এখানে পুরো দমে পণ্য ওঠা-নামার কাজ শুরু হবে বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, পারস্য উপসাগরের দক্ষিণ উপকূলে ইরানের দক্ষিণ-পূর্ব প্রান্তের সিস্তান-বালুচিস্তান প্রদেশের ছাবাহারে বন্দর গড়ে ওঠায় এবার পাকিস্তানি ভূখণ্ড ব্যবহার না করেই পশ্চিম উপকূল থেকে ভারত ব্যবসা-বাণিজ্য চালাতে পারবে। দ্রুত যোগাযোগ স্থাপিত হবে আফগানিস্তান, ইরান ও মধ্য এশিয়ার তেল ও প্রাকৃতিক গ্যাস সমৃদ্ধ দেশগুলোর সঙ্গে।