ইভটিজিংয়ের দায়ে দু’ছাত্র বহিস্কারনাগদাহে ইভটিজিংয়ের দায়ে দু’ছাত্র বহিস্কার

0
11

নিউজ ডেস্ক: আলমডাঙ্গার নাগদাহ মাধ্যমিক বিদ্যালয়ে ইভটিজিংয়ের অভিযোগে দুই ছাত্রকে বস্কিার করা হয়েছে। বহিস্কৃত দুই ছাত্র রাজিবুল ও ফারুক ১০ম শ্রেণির ছাত্র। ৮ম শ্রেণির দুই স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগ সত্য প্রমাণিত হলে স্কুল কর্তৃপক্ষ তাদের বহিস্কার করে। তবে বহিস্কৃত দুই ছাত্র স্কুলের শিক্ষকের নিকট প্রাইভেট না পড়ায় তাদের বহিস্কার করা হয়েছে বলে পাল্টা অভিযোগ করেছে। জানা গেছে, আলমডাঙ্গার নাগদাহ মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির দুই ছাত্রীকে গত রবিবার দুপুরে টিফিন চলাকালিন সময়ে ১০ শ্রেণির ছাত্র রাজিবুল ও ফারুক তাদের কু-প্রস্তাব দেয় ও অশালীন ভাষায় ইভটিজিং করে অভিযোগ তুলে ছাত্রীরা গত মঙ্গলবার ম্যনিজিং কমিটি বরাবর লিখিত আবেদন করে। দুইদিন পরে তাদের অভিযোগ ভিত্তিতে ম্যানিজিং কমিটি জরুরি সভার আয়োজন করে। দুই ছাত্র বহিস্কার করে।