নিউজ ডেস্ক:
ইতালি থেকে বিনা খরচে মরদেহ পাঠানোর দীর্ঘ দিনের দাবি মেনে নিয়েছে বাংলাদেশ সরকার। এ সংক্রান্ত একটি আদেশ সম্প্রতি রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে পৌঁছেছে।
চলতি অর্থবছরে এ বিষয়ে রোমের জন্য ৫০ লাখ এবং মিলানের জন্য ২০ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে।
বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত আ. সোবহান শিকদার বলেন, এমন সুবিধা পেতে ইতালি প্রবাসীদের অবশ্যই ওয়েজ আর্নার বোর্ডের আওতায় আসতে হবে।
প্রবাসীরা জানান, মরে গেলে লাশ অন্তত দেশে যাবে এমন নিশ্চয়তা পেয়েছি। প্রবাসী এমকে রহমান লিটন বলেন, মরেও শান্তি পাব। কারণ লাশটা অন্তত দেশে যাবে।
ইতালিতে বাংলাদেশ সমিতির সিনিয়র সহ-সভাপতি হাসান ইকবাল এমন সিদ্ধান্তে সরকারকে সাধুবাদ জানান।
ইতালি আওয়ামী লীগের সভাপতি হাজী মো. ইদ্রিস ফরাজী বলেন, দাবি মেনে নেওয়ায় আমরা আনন্দিত। পাশাপাশি বাংলাদেশ বিমান পুনরায় চালুরও দাবি জানান তিনি।
উল্লেখ্য, ইতালি থেকে মরদেহ বাংলাদেশে আনতে প্রায় তিন লাখ টাকা লাগে। এখন এই অর্থ রোমে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে বাংলাদেশ সরকার বহন করবেন।