দর্শনা রেলস্টেশনে চলন্ত ট্রেনে উঠতে যেয়ে বিপত্তি
নিউজ ডেস্ক:দর্শনা রেলস্টেশনে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে ট্রেনের নিচে পড়েও অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন রাঘব জোয়ার্দ্দার (৫০) নামের এক ব্যক্তি। গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে উঠতে যেয়ে এ দুর্ঘটনা ঘটে। গতকাল মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে স্থানীয় এক ইজিবাইক চালক তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসেন। গুরুতর জখম রাঘব জোয়ার্দ্দার দর্শনা পুরাতন বাজারপাড়ার মৃত কনি ভূষণ জোয়ার্দ্দারের ছেলে।
জানা যায়, চিকিৎসা করানোর উদ্দেশ্যে সোমবার রাত আটটার দিকে বাড়ি থেকে বের হন রাঘব জোয়ার্দ্দার। দর্শনা রেলস্টেশন থেকে রাত সাড়ে ১১টার দিকে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে উঠতে যেয়ে পা পিছলে পড়ে যান তিনি। অল্পের জন্য প্রাণে বাঁচলেও তাঁর দুই পায়ের পাতা ট্রেনের চাকায় পিষ্ট হয়। এ সময় তাঁর মাথায় গুরুতর আঘাত লাগলে তিনি জ্ঞান হারান। গতকাল ভোর সাড়ে চারটার দিকে স্থানীয় এক ইজিবাইক চালক ট্রেন লাইনের ধারে রক্তাক্ত জখম অবস্থায় রাঘবকে পড়ে থাকতে দেখে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে ভর্তি রাখেন।
এ ব্যাপারে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসক মো. মোর্তজা আরেফিন জানান, ট্রেনের চাকায় পিষ্ট হয়ে তাঁর দুটি পায়ের পাতার সামনের অংশ কেটে পড়ে গেছে। মাথায়ও গুরুতর আঘাত লেগেছে। তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে তাঁকে ভর্তি রাখা হয়েছে। অবস্থার একটু উন্নতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হবে।