লস লোবোস গ্যাংয়ের নেতা কার্লোস অ্যাঙ্গুলো এবং লরা কাস্টিলাকে এই হত্যাকাণ্ড পরিচালনার জন্য ৩৪ বছর আট মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া এ ঘটনায় অভিযুক্ত আরও দুই পুরুষ ও এক নারীকে ১২ বছরের কারাদণ্ড দিয়েছে কিটোর আদালত।
আদালতের শুনানিতে আইজীবীরা অভিযোগ করেছিলেন, ‘দ্য ইনভিজিবল’ হিসেবে পরিচিত অ্যাঙ্গুলো কিটো কারাগার থেকে ওই হামলার নির্দেশ দিয়েছিলেন। অস্ত্র মামলায় তিনি ৫৪ মাসের কারাদণ্ড ভোগ করছিলেন। তবে এ অভিযোগ অস্বীকার করে অ্যাঙ্গুলো। তিনি দাবি করেন, ভিলাভিসেনসিও হত্যার ঘটনায় তাকে ‘বলির পাঁঠা’ বানানো হচ্ছে।
প্রেসিডেন্ট প্রার্থীকে হত্যার জন্য কাস্টিলাকে হামলার রসদ সরবরাহের দায়িত্ব দেয়া হয়েছিল। তিনি অস্ত্র, অর্থ ও মোটরসাইকেল হামলাকারীদের হাতে তুলে দিয়েছিলেন। এছাড়া এরিক রামিরেজ, ভিক্টর ফ্লোরেস ও আলেকজান্দ্রা চিম্বোর বিরুদ্ধে হামলায় সহায়তার অভিযোগ আনা হয়। তারা ভিলাভিসেনসিওর গতিবিধির ওপর নজর রাখছিলেন।
এদিকে আদালতের রায়কে স্বাগত জানিয়েছেন ভিলাভিসেনসিওর স্ত্রী ভেরোনিকা সারাউজ। তিনি বলেছেন, এই রায়ের মাধ্যমে তার স্বামীর মৃত্যুর পেছনের কাহিনী জানার সূচনা হলো মাত্র।