চুয়াডাঙ্গার বুজরুকগড়গড়িতে পুলিশের মাদক বিরোধী অভিযান
নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গার আলোচিত মাদক সম্রাজ্ঞী , দেড় ডজন মাদক মামলার আসামী শিপরা (৫০) নামে ওই মহিলাকে আবারও ইয়াবাসহ আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। এ সময় আটককৃত আসামীর কাছ থেকে উদ্ধার করা হয় ৩০ পিস ইয়াবা ট্যাবলেট। পরে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের পূর্বক সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। আজ তাকে আদালতে প্রেরণ করা হতে পারে বলে জানায় পুলিশ। এদিকে, শিপরা আটক হওয়াতে এলাকার সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেছে। গতকাল শনিবার দুপুর ২টার পর পৌর শহরের বুজরুকগড়গড়ি বুদ্দিমানপাড়ায় শিপরার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের মাধ্যমে জেলা গোয়েন্দা পুলিশ জানতে পারে বুজরুকগড়গড়ি বুদ্দিমানপাড়ার মহিলা মাদকব্যবসায়ী শিপরা বেশ কিছু ইয়াবা ট্যাবলেট নিয়ে বিক্রি করার জন্য তার নিজ বাড়িতে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের এসআই ইব্রাহিমের নেতৃত্বে এসআই রাজীব আলী, মিতা রানী বিশ্বাসসহ সঙ্গীয় ফোস ওই মহিলার বসত বাড়িতে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে উপস্থিত অভিযানকারী দল তাড়িয়ে ধরেন একই এলাকার বাবুল রহমানের স্ত্রী, দেড় ডজন মাদক মামলার আসামী, আলোচিত মহিলা মাদক ব্যবসায়ী শিপরাকে। এ সময় এএসআই মিতা রানী বিশ্বাসসহ সঙ্গীয় নারী কন্সটেবলরা আটককৃত ওই মহিলা মাদকব্যবসায়ীর শরীর তল্লাশি করে তার কোমরে বিশেষ কায়দায় রাখা সাদা পলিথিনে মোড়ানো ৩০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে অভিযানকারী দল।
পরে গ্রেফতারকৃত ওই মহিলা মাদকব্যবসায়ী বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের পূর্বক সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। আজ তাকে আদালতে প্রেরণ করা হতে পারে বলে জানায় থানা পুলিশ।
এদিকে, আলোচিত মাদকব্যবসায়ী শিপরা আটক হওয়াতে ওই এলাকার সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করে। একই সাথে ওই এলাকার অনেকে অভিযোগ করে বলেন, মাদকদ্রব্যসহ প্রশাসনের হাতে আটক হওয়া তার কাছে নিতান্তই মামুলি ব্যাপার। এ পর্যন্ত ওই মহিলা মাদকদ্রব্য নিয়ে একাধিকবার আটক হয়েছে। তার বিরুদ্ধে প্রায় দেড় ডজন মাদক মামলা রুজু হয়েছে। মাদকসহ প্রশাসনের বিভিন্ন বাহিনী তাকে আটক করে আইনের আওতায় নিলেও এক থেকে দুই সপ্তাহ পর আইনের ফাঁক ফোকড় গলিয়ে জামিনে বের হয়ে আবারও এলাকার মানুষকে বিপদগামী করে তোলে এ নারী। এ সময় তারা আরও বলেন, এলাকার যুবসমাজকে ওই নারী মাদক ব্যবসায়ীর হাত থেকে বাঁচাতে হলে প্রশাসনকে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে।