সুখে থাকতে না পারলেও আপনাদের দুঃখে পাশে থাকব সবসময়
চুয়াডাঙ্গা প্রতিনিধি: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের চুয়াডাঙ্গা-২ আসনে জাতীয় ঐক্যফ্রন্ট, ২০ দলীয় জোট ও বিএনপি মনোনীত প্রার্থী শরীফুজ্জামান শরিফ বলেছেন, ‘এবারের নির্বাচন গণতন্ত্র ফিরে পাওয়ার নির্বাচন। বর্তমান সরকার বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা হামলার মাধ্যমে পিছু হটানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশের মানুষ আজ এক তরফা রাজনৈতিক বলি হয়ে গেছে। আমি অঙ্গিকার করছি- সুখে থাকতে না পারলেও আপনাদের দুঃখে পাশে থাকব। কোন নেতাকর্মী হামলা-মামলার শিকার হলে ক্ষতিগ্রস্থ সেই পরিবারের পাশে দাঁড়াবো আমি। এবারের নির্বাচনে ধানের শীষে ভোট প্রদান করে জনগণের গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। আপনাদের পাশে অতীতে যেভাবে ছিলাম ভবিষ্যতেও থাকব। আমি মনে করি রাজনীতি হচ্ছে সমাজসেবা। আর সেই ভালো কাজে আপনারা আমাদের ভোটের মাধ্যমে সহায়তা করবেন। গতকাল বৃহস্পতিবার আলমডাঙ্গা পৌরসভার আনন্দধাম এলাকার ফুটবল মাঠে নির্বাচনীসভায় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে এ ঘোষণা দেন।
শরীফুজ্জামান আরও বলেন, ‘আমার ওপর হামলা হয়েছে। ভয় পাইনি, আমি মৃত্যুকে পরোয়া করিনা। আমার মতো একজনের মৃত্যুর কারনে যদি দেশে গনতন্ত্র ফিরে আসে তাহলে আমি সেই মৃত্যুর অগ্রভাগে থাকবো।’ তিনি এ সময় ধানের শীষে ভোট প্রার্থনা করে বলেন, ‘ভোটের আগে আর কেউ আটক হবেন না। আটক ভয় দেখানো আওয়ামী লীগের রাজনীতি। আ.লীগের কোন কথায় কান দেবেন না। আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন ধরণের ভয়ভীতি দেখিয়ে ধানের শীষের নেতাকর্মীদের দমিয়ে রাখার চেষ্টা চালাচ্ছে। পোষাক বিহীন প্রশাসনের লোক পরিচয়ে কেউ আমাদের নেতাকর্মীদের আগামী নির্বাচনের ৩০ তারিখ পর্যন্ত আটক করতে পারবে না, শুধু মাত্র ফৌজদারি মামলা ছাড়া।
নির্বাচনী সভায় উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মজিবর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি ও ঐক্যফ্রন্টের আহ্বায়ক মুহা. অহিদুল ইসলাম বিশ^াস। বিশেষ অতিথি ছিলেন যুগ্ম আহ্বায়ক খন্দকার আব্দুল জব্বার সোনা, মজিবুল হক মালিক মজু, সরদার আলী হোসেন, মাহমুদুল হক পল্টু, খালিদ মাহমুদ মিল্টন, জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, ওলামা দলের আহ্বায়ক আনোয়ার হোসেন, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আব্দুস সালাম বিপ্লব, জেলা ছাত্রদলের সভাপতি শাহজাহান খানসহ জেলা জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোট নেতৃবৃন্দ।
আলমডাঙ্গা পৌর বিএনপির সাধারন সম্পাদক আজিজুর রহমান পিন্টুর পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান আব্দুর জব্বার, সাবেক চেয়ারম্যান আজিবার রহমান ও পৌর বিএনপির সভাপতি আনিছুর রহমান আনিছ, উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক শাহ আলম, সহ-সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান বকুল, ভাংবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি টিপু সুলতান, বেলগাছী ইউনিয়ন বিএনপির সভাপতি ঝন্টু মালিথা, খাসকররা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আজিবার রহমান, জেহালা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি তাহাজ উদ্দিনসহ ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।