নিউজ ডেস্ক:আলমডাঙ্গায় ছয়জন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদ-াদেশ প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার বেলা তিনটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লিটন আলী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ কারাদ-াদেশ প্রদান করেন।
জানা যায়, গোপালগঞ্জ জেলার মকছেদপুর-কৃষ্ণদিয়ার সিরাজুল ইসলামের মেয়ে রুমানা (৪৫) কয়েক বছর পূর্বে আলমডাঙ্গায় এসে বাউল সাধক মওলা পাগলার শিষ্যত্ব গ্রহণ করেন। মওলা পাগলার মৃত্যুর পর রুমানা আফরোজ আলমডাঙ্গা শহরের রেললাইনের ঢালে মওলা পাগলা আখড়াবাড়ি নির্মাণ করে বসবাস করে আসছেন। গতকাল পুলিশ ওই আখড়াবাড়িতে অভিযান চালায়। এ সময় পুলিশ মাদকসেবনরত অবস্থায় রুমানা আফরোজসহ ছয়জনকে আটক করে, অন্যরা পালিয়ে যান। এরপর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে রুমানা আফরোজ ওরফে রুমানা পাগলীকে (৪৩) ৭ দিনের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়।
এ ছাড়া ভ্রাম্যমাণ আদালত নোয়াখালীর কোম্পানিগঞ্জের বসুরহাটের নুরুল ইসলামের ছেলে রায়হান উদ্দীনকে (২৫) ৭ দিন, চুয়াডাঙ্গা মহিলা কলেজপাড়ার খোকন মুন্সির ছেলে জামির হোসেনকে (২৭) ৭ দিন, আলমডাঙ্গার হারদী গ্রামের জামাত আলীর ছেলে আব্দুল হালিমকে (৩২) ৭ দিন, কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার চক হারদী গ্রামের মৃত রফেল মন্ডলের ছেলে আব্দুল লতিফকে (৩০) ১ মাস ও বিশারত আলীর ছেলে মিশুক আলীকে (২৫) ১ মাস বিনাশ্রম কারাদ-াদেশ দিয়েছেন। আজ তাঁদের জেলহাজতে প্রেরণ করা হবে।