আলমডাঙ্গায় রঙিন টিভিও ছিনতাই হয়!

0
13

নিউজ ডেস্ক:আলমডাঙ্গায় ছিনতাইকারীদের দৌরাত্ম্য আবার বেড়েছে। গতকাল রাত সাড়ে ৭টার দিকে বন্ডবিল গেট পার হয়ে আলমডাঙ্গা পৌরসভার সীমানা গেটের পাশ দিয়ে যাওয়া বীর মুক্তিযোদ্ধা আবেশ আলী সড়কে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়নের ফরিদপুর গ্রামের মৃত শমসের আলীর ছেলে আব্দুল কুদ্দুস ও তাঁর স্ত্রী হাসিনা বেগম খুব শখ করে ২১ ইঞ্চি একটি রঙিন টিভি কিনে বাড়ি ফিরছিলেন। নিজ গ্রাম ফরিদপুরে ফেরার পথে বন্ডবিল গেট পার হয়ে আলমডাঙ্গা পৌরসভার সীমানা গেটের পাশ দিয়ে যাওয়া বীর মুক্তিযোদ্ধা আবেশ আলী সড়কে পৌছালে একদল দুর্বৃত্ত তাঁেদর কাছে থাকা প্রায় দেড় হাজার নগদ টাকা ও শখের রঙিন টিভিটি ছিনতাই করে নিয়ে যায়। এ সময় আব্দুল কুদ্দুস ও তাঁর স্ত্রী হাসিনার সঙ্গে ধস্তাধস্তি হওয়ার একপর্যায়ে ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে হাসিনার হাত কেটে পালিয়ে যায়। এ ঘটনায় স্থানীয়রা টের পেয়ে দলবদ্ধভাবে এসেও ছিনতাইকারীদের ধরতে পারেনি। পরে খবর পেয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ছিনতাইরেয়র ঘটনায় স্থানীয় কয়েকজন ব্যক্তি আক্ষেপ করে বলেন, খুব কস্ট করে টাকা জমিয়ে গ্রামের মানুষেরা সাদাকালো টিভি রেখে রঙিন টিভি কেনেন। ছিনতাইয়ের শিকার দম্পতি হয়তো শখের বশে এই রঙিন টিভি কিনে আনান্দের সঙ্গে বাড়ি ফিরছিলেন। কিন্তু ছিনকারীরা সেটা কেড়ে নিল। রঙিন টিভিটি আর তাঁদের দেখা হলো না, ছিনতাইকারীরাই হয়তো দেখবে। যেটা ছিনতাইয়ের শিকার হওয়া দম্পতির জন্য খুব কস্টের।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান জানান, ছিনকারীদের ধরতে ও মালামাল উদ্ধারে জোর অভিযান অব্যাহত রয়েছে।